Message from Principal

তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে কারিগরি শিক্ষা।দরিদ্র্য ও অবহেলিত জনগোষ্ঠির আর্থিক উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার বিকল্প নেই।বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিশ্ব গড়ায় কারিগরি শিক্ষার ভুমিকা অপরীসিম।দক্ষ জনশক্তি গঠনে নারায়ণগঞ্জে সর্বপ্রথম গঠিত হয় নারায়নগঞ্জপলিটেকনিক ইনস্টিটিউট , এ প্রতিষ্ঠানটিতে রয়েছে দক্ষ কর্মতৎপর কার্যকারী পরিষধ ও অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী , সহজ লোকেশন ধুমপানমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস ও পর্যাপ্ত যন্ত্রপাতি সহ ল্যাব ব্যবস্থা মেয়েদের কমনরুম সহ আধুনিক শিক্ষার সকল সুযোগসুবিধা বিদ্যামান।২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি A+ পাওয়া সহ কৃতিত্বের সহিত বিভিন্ন গ্রেডে রেজল্ট অর্জন করে।ডিজিটাল বাংলাদেশ গঠনে অত্র পলিটেকনিক দক্ষ ও বাস্তবমুখি জনশক্তি গঠনে আদর্শিক ভুমিকা পালন করবে।

Name :Eng Abdul Baki

Date Of Birth : 1953-06-30

Emai : pricipal@gmail.com

Narayangonj Polytechnic Institute